তোমার স্বপ্ন শুধু তোমারই


তোমার স্বপ্ন একান্ত তোমারই, আর সেই স্বপ্ন পূরণের দ্বায়িত্বও শুধুমাত্র তোমারই। হাজার মানুষ চাইলেও তোমার স্বপ্ন পূরণে সাহায্য করতে পারবেনা,যদিনা তুমি চাও।

স্বপ্ন পূরণে যখন সামনের দিকে এগুবে, তখন মই দেয়ার কেউ না থাকলেও পেছন থেকে টেনে নিচে নামানোর জন্য অনেকেই ওথ পেতে থাকবে। তারা জীবনে নিজেও কিছু করবেনা,তোমাকেও করতে দিবেনা।

গভীর রাতে যখন সবাই ভাববে তুমি ঘুমিয়েছো, তখন যেন তোমার স্বপ্নের প্রদীপ জালানোই থাকে। মানুষকে দেখানো পড়ার কোন দরকার নেই, আসল স্বপ্নপ্রেমিক সেই, যে কিনা ফ্রেন্ডকে বলে, আমি সারাদিন আড্ডা দেই,মুভি দেখি ব্লা ব্লা ব্লা... কিন্তু আড়ালে তার সম্পূর্ণ সময় থাকে তিল তিল করে স্বপ্নের মই তৈরির পেছনে।

স্বপ্ন দেখতে শেখো, স্বপ্নের রাস্তা কঠিন নাহলে তো সেটাতো স্বপ্নই নয়। কঠিন ভেবে পিছিয়ে যেও না। শুধু এক পা এগিয়ে দাও, পথ আপনা আপনি তোমার অনুকূলে এসে আসবে....

-সোহানুর শুভ

Post a Comment

Previous Post Next Post