গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট


ইউজিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, চারটি নয় তিনটি গুচ্ছে হবে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা। আগামী শিক্ষাবর্ষে (২০২০-২০২১) এই তিন গুচ্ছের আওতায় ৩৪টি বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ভর্তি পরীক্ষা হবে। পাঁচ বড় বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের পরীক্ষা সাধারণ বিশ্ববিদ্যালয়সমূহের সাথে হবে।

গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা হবে পাঁচটি -
১. কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ (৭টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য)
২. প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহ (৩টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য)
৩. সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহ (২২টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য)
৪. সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহ (২২টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য)
৫. সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহ (২২টি, বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য)
দ্রষ্টব্য:

১. এই তিনটি গুচ্ছের যেকোনো একটিতে ঢুকতে পারে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ও বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়।
২. শাখা পরিবর্তনের সুযোগ থাকবে।
৩. গুচ্ছভিত্তিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নৃত্য, চারুকলা, নাটক ও স্থাপত্য বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আলাদা কোনো বাছাইয়ের ব্যবস্থা করতে পারবে।

আলাদা পরীক্ষা হচ্ছে ৭ টি বিস্ববিদ্যালয়ে -
১. বুয়েট
২. ঢাকা বিশ্ববিদ্যালয়
৩. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৪. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৫. রাজশাহী বিশ্ববিদ্যালয়
৬. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)
৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি
[তথ্যসূত্র: প্রথম আলো]
• বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য মেডিকেল সেক্টর তো থাকছেই -
১. মেডিকেল
২. ডেন্টাল
৩. আর্মড ফোর্সেস মেডিকেল + আর্মি মেডিকেলসমূহ
• এসবের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাবি সাত কলেজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহ, ঢাবি প্রযুক্তি ইউনিট, টেক্সটাইল কলেজসমূহ ইত্যাদি আগের মতোই থাকছে আশা করা যায়। যেসকল বিশ্ববিদ্যালয়ে আগে সেকেন্ড টাইম ছিল ঐগুলাতে থাকবে।

Post a Comment

Previous Post Next Post