ভর্তি পরীক্ষায় বাংলা প্রস্তুতি নেবে যেভাবে

বিশ্ববিদ্যালয় ভর্তির বাংলা প্রস্তুতি -

যেহেতু এবার গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে, তাই এখন পর্যন্ত জানা যায় নি পরীক্ষা MCQ নাকি Written হবে। তবে আমার ধারণা এবার ভর্তি পরীক্ষায় দুটোই থাকবে।

প্রথমেই বলে নেই কোন কোন বই পড়তে হবে বাংলার জন্য-
⏩ ৯-১০ শ্রেণির বাংলা ব্যকরণ
⏩ উচ্চমাধ্যমিক বাংলা ১ম পত্র
⏩ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)
⏩ বাংলা বিচিত্রা
⏩ দীপশিখা মানিবিক


MCQ প্রস্তুতি নেবে যেভাবে -
MCQ এর জন্য অবশ্যই প্রথমে তোমাকে বিভিন্ন ভার্সিটির প্রশ্ন পর্যালোচনা করতে হবে। যেসব টপিক থেকে বেশি প্রশ্ন এসেছে তা চিহ্নিত করতে হবে। এরপর সেই টপিকগুলো উপরের বইগুলো থেকে পড়ে ফেলতে হবে। আমি তবুও কিছু টপিক এর নাম বলছি যা অবশ্যই তোমাকে পড়তে হবে-
১. কারক
২. সমাস
৩. বাগধারা
৪. এক কথায় প্রকাশ
৫. পারিভাষিক শব্দ
৬. সমার্থক শব্দ
৭. বিপরীত শব্দ

মনে রাখতে হবে, MCQ প্রস্তুতি নেয়ার সময় অবশ্যই ৯-১০ এর বই পড়তে হবে। সাথে অন্য বই গুলোও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিগত সালের প্রশ্ন সমাধান করা, সো অবশ্যই বিগত সালের সকল প্রশ্ন সমাধান করতে হবে।

এগুলো তো গেলো ২য় পত্রের কথা, এবার ১ম পত্র নিয়ে বলি। ১ম পত্রের ক্ষেত্রে অবশ্যই বাংলা বিচিত্রা পুরোটা পড়তে হবে। সাথে মূল বই এর অধ্যায়গুলো একবার হলেও বুঝে পড়তে হবে।

Written এর প্রস্তুতি নেবে যেভাবে -
এর জন্য প্রথমেই যেসকল বিশ্ববিদ্যালয়ে পূর্বে রিটেন পরীক্ষা হয়েছে সেগুলোর প্রশ্ন পর্যালোচনা করতে হবে। পর্যালোচনা শেষে সে অনুযায়ী সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা বই থেকে প্রস্তুতি শুরু করতে হবে। মনে রাখতে হবে, এর সাথে সাথে ৯-১০ এর বাংলা ব্যকরণ ও উচ্চমাধ্যমিক বাংলা ১ম পত্র বই ফলো করতে হবে।
যে টাইপ এর রিটেন প্রশ্ন হতে পারে-
১. একটা কবিতার লাইন দিয়ে ব্যাখ্যা করতে বলতে পারে।
২. ৩ টি বিপরীত / সমার্থক শব্দ লিখতে বলতে পারে।
৩. বিভিন্ন লেখক এর সাহিত্যকর্ম লিখতে বলতে পারে।
৪. কোন গল্পের সাথে সদৃশ তা জানতে চাইতে পারে।
৫. মূলভাব জানতে চাইতে পারে।
৬. MCQ এর টপিক থেকেও প্রশ্ন আসতে পারে।
আশাকরি এভাবে প্রস্তুতি নিলে তোমরা অনেক ভাল কিছু করতে পারবে।

লেখাটি লিখেছেন - SHOHANUR SHUVO
(কার্টেসি ব্যাতিত কপি করে হীনমন্যতার পরিচয় দেবেন না)

তোমারা ভর্তি প্রস্তুতি বিষয়ক তথ্যের জন্য EDUCATION LIVE BD ইউটিউব চ্যানেল ফলো করতে পারো। 

Post a Comment

Previous Post Next Post